গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ মেপে দেখেছে, পঞ্চর শিং ১০ ফুট ৭ ইঞ্চি লম্বা। এর আগে যে গরুটার সবচেয়ে বড় শিং ছিল, পঞ্চর শিং তার চেয়ে এক ইঞ্চি লম্বা।
গরুর শিং থাকবে। সেটাই স্বাভাবিক।
তাই বলে এত্ত বড় শিং!
বাবারে বাবা!
চলো বন্ধুরা, আজ আমরা সবচেয়ে বড় শিংওয়ালা গরুর সঙ্গে পরিচিত হই।
৯বছর বয়সী এই গরুটার নাম পঞ্চ।
থাকে আমেরিকার আলাবামা প্রদেশের গুডওয়াটার শহরে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ মেপে দেখেছে, পঞ্চর শিং ১০ ফুট ৭ ইঞ্চি লম্বা।
এর আগে যে গরুটার সবচেয়ে বড় শিং ছিল, পঞ্চর শিং তার চেয়ে এক ইঞ্চি লম্বা।
এটা একটা বিশ্ব রেকর্ড।
এত বড় শিং বিশ্বের আর কোনো গরুর নেই।
পঞ্চ আপেল আর গাজর খেতে ভালোবাসে।
প্রতিদিন অনেকেই ওর শিং দেখতে আসে।
তারা সঙ্গে করে আপেল নিয়ে আসে বলে পঞ্চর কখনও আপেলের অভাব হয় না।