এই পাহাড়ের মাঝ দিয়ে স্কুলে যাচ্ছে একটি ছোট্ট শামুক। সে এতই আস্তে যাচ্ছে যে, যেতে যেতে ক্লাসই শেষ হয়ে যাবে।
ছবিতে কী দেখতে পাচ্ছ?
এগুলো কি পাহাড়?
হতে পারে, আবার নাও হতে পারে।
সে যাই হোক, এই পাহাড়ের মধ্য দিয়ে স্কুলে যাচ্ছে একটি ছোট্ট শামুক।
সে এতই আস্তে যাচ্ছে যে, যেতে যেতে ক্লাসই শেষ হয়ে যাবে।
তোমরা কী ওকে খুঁজে বের করে বলবে একটু দ্রুত যেতে?
তাহলে এখনই ওকে খোঁজা শুরু করে দাও।
সময় মাত্র এক মিনিট।
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পার। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com
উত্তর দেখতে নিচের ছবিতে চোখ বুলিয়ে নাও।