ভয়ংকর কালো কামড়সাটা এগিয়ে আসছে মৌমাছিকে খাবার জন্য।
হাতে একদমই সময় নেই।
খুব দ্রুত বেরিয়ে যেতে হবে এই জাল থেকে।
মৌমাছিটার ভাগ্য খুব খারাপ।
ফুল থেকে মধু আহরণ করতে বেরিয়েছিল, কিন্তু ভুলে মাকড়সার জালে আটকে গেল।
ওদিকে ভয়ংকর কালো কামড়সাটা এগিয়ে আসছে মৌমাছিকে খাবার জন্য।
হাতে একদমই সময় নেই।
খুব দ্রুত বেরিয়ে যেতে হবে এই জাল থেকে।
সমস্যা হচ্ছে বের হওয়ার রাস্তা চেনে না মৌমাছিটা।
তুমি কি ওকে পথ দেখাতে পারবে?
সময় কিন্তু মাত্র এক মিনিট।
বেশ তাহলে শুরু করে দাও।
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com
উত্তর দেখতে নিচের ছবিতে চোখ বুলিয়ে নাও।