মোরগটির পাশে লক্ষ করে দেখো। সেখানে পড়ে আছে অনেক ছায়া। এর মধ্যে একটি ছায়া এই মোরগটির।
খুব সুন্দর না মোরগটি?
লাল-সবুজ আর হলুদ রঙের পালকে ঢাকা শরীর।
মাথার ওপরে দারুণ লাল ঝুঁটি।
মুচকি একটি হাসি দিয়ে রেখেছে সে।
মোরগটির পাশে লক্ষ করে দেখো।
সেখানে পড়ে আছে অনেক ছায়া।
এর মধ্যে একটি ছায়া এই মোরগটির।
কোন ছায়া এই মোরগটির, সেটি এখনই বলব না।
তোমাকে আসল ছায়াটি খুঁজে বের করতে হবে।
দেখি পারো কি না।
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com
উত্তর দেখতে নিচের ছবিতে চোখ বুলিয়ে নাও।