বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বল্টুর কাণ্ডকারখানা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৪ জানুয়ারি, ২০২২ ১১:১১

স্যার, আজ তো প্র্যাকটিক্যাল ক্লাস আছে। আর আপনি তো প্রায়ই বলেন, অনেক গাধা পিটিয়ে মানুষ করেছেন। তাই আজ স্বচক্ষে দেখব বলে ঠিক করেছি।

বল্টু খুব দুষ্টু ছেলে। সারা দিন দুষ্টুমি করে বেড়ায়। চলো আজ বল্টুকে নিয়ে কয়েকটা কৌতুক শুনি।

কৌতুকগুলো পাঠিয়েছে রুমা সরকার।

রুমা রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে চতুর্থ শ্রেণিতে পড়ে।

.

শিক্ষক: কী ব্যাপার বল্টু, অ্যাসাইনমেন্ট দিতে বললাম, আর তুমি জমা দিয়েছ সাদা একটা পাতা!

বল্টু: স্যার, আপনিই তো বলেছিলেন, অ্যাসাইনমেন্টটাকে যথাসম্ভব সংক্ষিপ্ত রাখতে আর অপ্রয়োজনীয় বাক্য বাদ দিতে।

.

একদিন কোথা থেকে একটা গাধা জোগাড় করে সেটাকে ক্লাসে নিয়ে হাজির বল্টু। দেখে তো শিক্ষকের চোখ কপালে।

শিক্ষক: কিরে বল্টু, তুই এই গাধাটাকে এখানে এনেছিস কেন?

বল্টু: স্যার, আজ তো প্র্যাকটিক্যাল ক্লাস আছে। আর আপনি তো প্রায়ই বলেন, অনেক গাধা পিটিয়ে মানুষ করেছেন। তাই আজ স্বচক্ষে দেখব বলে ঠিক করেছি।

.

শিক্ষক: আচ্ছা সুমন বল তো একটা মোরগের ডিম টিনের চালে রাখা হলে কী হবে?

রাজু: যে দিকে ঢালু ডিমটা সেদিকে গড়িয়ে পড়বে মাটিতে।

শিক্ষক: গুড।

এ সময় ক্লাসের বল্টু হাত তুলল।

শিক্ষক: তুমি কী বলতে চাও?

বল্টু: স্যার, ডিমটা পড়বে না, শূন্যে ভেসে থাকবে।

শিক্ষক: মানে?

বল্টু: এটা মোরগের পাড়া ম্যাজিক ডিম তো, তাই।

.

শিক্ষক : তোমরা যদি কখনো দেখ কেউ পানিতে ডুবে যাচ্ছে, তখন সঙ্গে সঙ্গে তার চুল ধরে পানি থেকে উদ্ধার করবে।

তখন এ কথা শুনে বল্টু বলল, ‘স্যার, আপনি যদি ডুবে যান তাহলে উদ্ধার করব না।’

শিক্ষক: কেন, আমি আবার কী অপরাধ করলাম?

বল্টু: কারণ আপনার মাথা তো টেকো। চুল নেই।

.

শিক্ষক: বলতো বল্টু, সবচেয়ে হাসিখুশি প্রাণী কোনটি?

বল্টু: হাতি স্যার!

শিক্ষক: কেন?

বল্টু: দেখেন না স্যার, হাতি খুশিতে সব সময় তার দাত বের করে রাখে।

এ বিভাগের আরো খবর