বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পার। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
জিরাফদের মিটিং চলছে।
সবাই মনোযোগ দিয়ে কথা শুনছে।
কেউ শুনছে ঘাসের ওপর দাঁড়িয়ে।
কেউ শুনছে গাছের ডালে বসে।
সমস্যা হচ্ছে, এই জিরাফের দলে একটা গুপ্তচর সাপ লুকিয়ে আছে।
জিরাফদের মিটিংয়ে কী হচ্ছে, সেটাই দেখতে এসেছে সাপটা।
তোমরা কি ওকে খুঁজে বের করতে পারবে?
সময় মাত্র এক মিনিট।
বেশ তাহলে শুরু করা যাক।
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পার। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com
উত্তর দেখে নাও নিচের ছবিতে।