তোমরাও ধাঁধা বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
আজ তোমাদের জন্য থাকছে এক হালি একটা মজার ধাঁধা। দেখি কে কে সমাধান করতে পারো।
১. বলোতো, কোন জিনিস বাচ্চারা খেলে মজা পায়, কিন্তু বুড়োরা খেলে ব্যথা পায়?
২. বারো জোড়া ভাই, একই ঘরে থাকে
দেখি তোমরা কে কে চেনো তাকে।
৩. মাটির নিচ থেকে এলো লালবুড়ি
বুড়ি খুব সুন্দরী।
৪. দেখতে হাতির দাঁতের মতো
খেতে খুব ভালো না তো।
৫. মানুষ ঢাকা যায় গাড়িতে
পাতিল ঢাকা যায় কীসে?
.
উত্তর: ১. আছাড় ২. দাঁত ৩. পেঁয়াজ ৪. মুলা ৫. ঢাকনা দিয়ে
.
বন্ধুরা, চাইলে সৌরভের মতো তোমরাও ধাঁধা বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com