বনের মধ্যে দুটি হরিণ মনের সুখে ঘুরে বেড়াচ্ছে আর পাতা খাচ্ছে।
তবে ওরা কিন্তু ভীষণ সতর্ক।
একটু পর পর দেখছে কোথাও বাঘ লুকিয়ে আছে কি না।
এটা কোন বনের ছবি বলতে পারবে?
সুন্দরবন?
না হয়নি। সুন্দর বনের হরিণ এ রকম নয়।
ওদের শরীরে ছোট ছোট সাদা দাগ থাকে।
এটা কোন বনের ছবি, সেটা শুধু বলতে পারবে ওয়াহিদা জান্নাতি আদনী।
কারণ ছবিটা সে-ই এঁকেছে।
আদনী মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে সপ্তম শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, তোমরাও যদি আদনীর মতো সুন্দর করে ছবি আঁকতে পার, তাহলে সেটা পাঠিয়ে দিও আমাদের ঠিকানায়।তোমাদের আঁকা ছবি প্রকাশ করবে কিড জোন। ছবির সঙ্গে তোমার একটি ছবি, তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না।আমাদের ই-মেইলের ঠিকানা nbkidzone@gmail.com