বিজয় মানে মুক্তি পাওয়া
স্বাধীন বাঁচার সাধ,
বিজয় মানে মুক্ত হাওয়ায়
ভাঙছে খুশির বাঁধ।
বিজয় মানে বিরাট পাওয়া
আল্লাহ তাআলার দান,
বিজয় মানে লাখ শহীদের
বিলিয়ে দেয়া প্রাণ।
বিজয় মানে মুক্তি পাওয়া
স্বাধীন বাঁচার সাধ,
বিজয় মানে মুক্ত হাওয়ায়
ভাঙছে খুশির বাঁধ।
বিজয় মানে বীর বাঙালির
দীপ্ত কণ্ঠস্বর,
বিজয় মানে একাত্তরের
ষোলই ডিসেম্বর।