চড়ুই থেকে শুরু করে বালিহাঁস- এমন কোনো পাখি নেই যে তিনি বানাননি। তার বানানো পাখিগুলো এতই জীবন্ত যে, দেখলে মনে হয় এখনই উড়ে যাবে।
কলম্বিয়ার ডায়না খালামণি কী করেন জানো?
তিনি রঙিন কাগজ দিয়ে পাখি বানান।
চড়ুই থেকে শুরু করে বালিহাঁস- এমন কোনো পাখি নেই যে তিনি বানাননি।
তার বানানো পাখিগুলো এতই জীবন্ত যে, দেখলে মনে হয় এখনই উড়ে যাবে।
চলো তাহলে, ডায়না খালামণির বানানো কিছু কাগজের পাখি দেখে নেই।
নিজের বানানো কাগজের পাখি হাতে ডায়না খালামণি।