বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাগজের পাখি

  •    
  • ২৫ নভেম্বর, ২০২১ ১৪:৪৩

চড়ুই থেকে শুরু করে বালিহাঁস- এমন কোনো পাখি নেই যে তিনি বানাননি। তার বানানো পাখিগুলো এতই জীবন্ত যে, দেখলে মনে হয় এখনই উড়ে যাবে।

কলম্বিয়ার ডায়না খালামণি কী করেন জানো?

তিনি রঙিন কাগজ দিয়ে পাখি বানান।

চড়ুই থেকে শুরু করে বালিহাঁস- এমন কোনো পাখি নেই যে তিনি বানাননি।

তার বানানো পাখিগুলো এতই জীবন্ত যে, দেখলে মনে হয় এখনই উড়ে যাবে।

চলো তাহলে, ডায়না খালামণির বানানো কিছু কাগজের পাখি দেখে নেই।

নিজের বানানো কাগজের পাখি হাতে ডায়না খালামণি।

এ বিভাগের আরো খবর