বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তোমাদের পাঠানো জোকস

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৩ নভেম্বর, ২০২১ ১০:৪১

শিক্ষক: বলো তো টমি, রঙিন টিভি আর সাদাকালো টিভির মধ্যে পার্থক্য কী? ছাত্র: স্যার, রঙিন টিভিতে যেটা ‘গাজর’ সাদাকালো টিভিতে সেটা ‘মূলা’!

আজ তোমাদের জন্য থাকছে জোকস।

পাঠিয়েছে আমাদের বন্ধু সোহান।

সে মনিপুর উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে।

বিবিসি মানে

শিক্ষক: আচ্ছা, ‘বিবিসি’ মানে কী বলো তো?

ছাত্র: বেলা বিস্কুট কোম্পানি।

শিক্ষক: বেয়াদব! বাড়ি কোথায়?

ছাত্র: এটাও হতে পারে, স্যার।

রঙিন টিভি আর সাদাকালো টিভি

শিক্ষক: বলো তো টমি, রঙিন টিভি আর সাদাকালো টিভির মধ্যে পার্থক্য কী?

ছাত্র: স্যার, রঙিন টিভিতে যেটা ‘গাজর’ সাদাকালো টিভিতে সেটা ‘মূলা’!

সবচেয়ে চালাক প্রাণী

শিক্ষক: বলো তো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি?

ছাত্র: পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু।

শিক্ষক: গরু কীভাবে সবচেয়ে চালাক প্রাণী হয়? ব্যাখ্যা করো।

ছাত্র: ব্যাখ্যা তো আরও সহজ! বাংলা দ্বিতীয় পত্রে প্রবাদ আছে- অতি চালাকের গলায় দড়ি। বেশির ভাগ গরুর গলায় দড়ি থাকে। সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণী।

ক্লাসে ঘুম

শিক্ষক: এই যে ছেলে, তুমি আমার ক্লাসে কিছুতেই ঘুমাতে পারো না।

ছাত্র: পারি স্যার, আপনি একটু আস্তে লেকচার দিলেই পারি।

বিশ্বাস

শিক্ষক: জানো, তোমাদের বয়সে আমার একটা বিশ্বাস ছিল।

ছাত্র: কী বিশ্বাস ছিল স্যার?

শিক্ষক: বিশ্বাস ছিল, আমি সব জানি।

ছাত্র: তাহলে এখন কী হলো?

শিক্ষক: এখন এই ৬০ বছর বয়সে এসে বুঝতে পারছি, আমি কিছুই জানি না।

ছাত্র : এ কথা বুঝতে আপনার এত বছর লাগল স্যার! আমরা তো আপনাকে দেখামাত্রই বুঝে নিয়েছি।

সিংহের তাড়া

শিক্ষক: মনে করো একটি সিংহ তোমাকে তাড়া করেছে। কী করবে?

ছাত্র: আমি দেয়াল টপকে যাব।

শিক্ষক: সিংহও যদি দেয়াল টপকে তোমার পিছু নেয়?

ছাত্র: আমি গাছে উঠে যাব।

শিক্ষক: সিংহও যদি গাছে উঠে তোমার দেখাদেখি।

ছাত্র: নদীতে ঝাঁপ দিয়ে, সাঁতরে চলে যাব দূরে।

শিক্ষক: সিংহটাও যদি নদীতে ঝাঁপিয়ে পড়ে, সাঁতরাতে শুরু করে?

ছাত্র: স্যার, আপনি কি আমার পক্ষে না সিংহের?

আলুর ভাগ

শিক্ষক: তোমাকে যদি ১০টি আলু দিয়ে সাতজনকে সমানভাগে ভাগ করে দিতে বলা হয়, কীভাবে ভাগ করবে?

ছাত্র: এ আর এমন কী? আলুগুলো সিদ্ধ করে ভর্তা বানিয়ে সাত ভাগ করে দেব।

এ বিভাগের আরো খবর