এই পাতার মধ্যেই লুকিয়ে আছে একটি দুষ্টু ব্যাং।
তুমি কি ব্যাংটাকে খুঁজে বের করতে পারবে?
শীতকাল প্রায় চলে এসেছে।
তোমরা তো জানো, এই সময়ে গাছের পাতা ঝরে যায়।
শীত শেষে আবার নতুন পাতা গজায়।
ওপরের ছবিতে দেখতে পাচ্ছ, গাছের ঝরা পাতা জমে আছে মাটিতে।
লাল, সবুজ, বেগুনি নানা রঙের পাতার সমাহার সেখানে।
এই পাতার মধ্যেই লুকিয়ে আছে একটি দুষ্টু ব্যাং।
তুমি কি ব্যাংটাকে খুঁজে বের করতে পারবে?
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পার। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com
উত্তর দেখে নাও নিচের ছবিতে।