বানরটার ইচ্ছে কলার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হবে। তুমি কি ওকে পথ দেখাতে পারবে?
বাঁদরের কাজ বাঁদরামি করা।
বিশ্বাস হচ্ছে না?
তাহলে এই বানরটাকেই দেখ।
তার ইচ্ছে হয়েছে, কলাটার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হবে।
কিন্তু সে পথ খুঁজে পাচ্ছে না।
চিন্তায় মাথা চালকাতে চুলকাতে ওর অবস্থা খারাপ।
তুমি কি ওর চিন্তা একটু কমাতে চাও?
তাহলে ওকে কলার মধ্য দিয়ে যাওয়ার পথটা দেখিয়ে দাও।
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পার। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com
উত্তর দেখে নাও নিচের ছবিতে।