এই ছবিগুলোর মাঝে লুকিয়ে আছে নানা রকম প্রাণী। তুমি কি সেই প্রাণীগুলো খুঁজে বের করতে পারবে?
আজ আমরা মজার একটা খেলা খেলব।
তাকিয়ে দেখ, নিচে অনেকগুলো ছবি দেয়া আছে।
আপাতত এই ছবিগুলো বন, পাহাড়, সাগরের বলে মনে হচ্ছে।
মজার ব্যাপার হলো, এই ছবিগুলোর মাঝে লুকিয়ে আছে নানা রকম প্রাণী।
তুমি কি সেই প্রাণীগুলো খুঁজে বের করতে পারবে?
যদি পার, তাহলে উত্তর লিখে পাঠিয়ে দাও আমাদের এই ঠিকানায় nbkidzone@gmail.com
দারুণ মজার এই ছবিগুলো তৈরি করেছেন নেদারল্যান্ডের ফটোশপ আর্টিস্ট মার্টিজন শ্রিজভার।