বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাঘ এসেছে, বাঘ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৪ নভেম্বর, ২০২১ ১০:২৩

তোমরা আবার ভয় পেও না যেন। কারণ ও আমাদের বন্ধু সায়মার পোষা বাঘ।

বাঘ চলে এসেছে, বাঘ।

যেমন তেমন বাঘ নয়।

এক্কেবারে রয়েল বেঙ্গল টাইগার।

তোমরা আবার ভয় পেও না যেন।

কারণ ও আমাদের বন্ধু সায়মার পোষা বাঘ।

পোষা বাঘ কিন্তু কামড় দেয় না।

এটাও কামড়াবে না।

বন্ধুরা, তোমরাও যদি সায়মার মতো সুন্দর করে ছবি আঁকতে পার, তাহলে সেটা পাঠিয়ে দিও আমাদের ঠিকানায়।

তোমাদের আঁকা ছবি প্রকাশ করবে কিড জোন। ছবির সঙ্গে তোমার একটি ছবি, তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না।

আমাদের ই-মেইলের ঠিকানা nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর