বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইগলের ছায়া খুঁজে বের করো

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ নভেম্বর, ২০২১ ০৯:৩২

পাশের ছায়াগুলোর মধ্যে একটা ছায়া এই ইগলটার। দেখি তোমরা আসল ছায়াটি খুঁজে বের করতে পারো কি না।

ওপরের ছবিতে একটি ইগল পাখি দেখতে পাচ্ছ।

উড়ে উড়ে কোথায় যেন যাচ্ছে।

মনে হয় মাটিতে মুরগির ছানা দেখতে পেয়েছে।

সেটাকে শিকার করতে উড়ে চলেছে।

এদিকে সে যখন উড়ছে, তখন মাটিতে পড়েছে তার ছায়া।

পাশের ছায়াগুলোর মধ্যে একটি ছায়া এই ইগলটার।

দেখি তোমরা আসল ছায়াটি খুঁজে বের করতে পারো কি না।

উত্তর দেখতে নিচের ছবিতে চোখ রাখো।

বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর