বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চিকিৎসক হোজ্জা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৮ নভেম্বর, ২০২১ ০৯:২৬

হোজ্জা কিছুক্ষণ পরীক্ষা-নিরীক্ষা করে জমিদারের দিকে তাকিয়ে বললেন, ‘ওষুধ আমি দেব না। আপনার দিন ফুরিয়ে এসেছে। দুই সপ্তাহের মধ্যেই আপনি মারা যাবেন।’

একসময় চিকিৎসক হিসেবে হোজ্জার বেশ সুনাম ছিল। একদিন গ্রামের এক জমিদার এলেন তার কাছে। বললেন, ‘বড় মুটিয়ে যাচ্ছি হোজ্জা, মেদ কমাতে চাই। একটু ওষুধ দাও।’

হোজ্জা কিছুক্ষণ পরীক্ষা-নিরীক্ষা করে জমিদারের দিকে তাকিয়ে বললেন, ‘ওষুধ আমি দেব না। আপনার দিন ফুরিয়ে এসেছে। দুই সপ্তাহের মধ্যেই আপনি মারা যাবেন।’

ভয়ে-ভাবনায় জমিদার টলতে টলতে বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লেন। খাবারে রুচি নেই। চা ভালোবাসতেন, সেই চা-ও আর ভালো লাগে না। ঘুম আসে না। চোখে সামান্য একটু তন্দ্রামতো এলেও ক্ষণে ক্ষণে চমকে ওঠেন দুঃস্বপ্নে। আড্ডা মারা, গল্পগুজব করাতেও তার আর অভিরুচি নেই। তাড়াতাড়ি হারিয়ে গেল সেই উজ্জ্বল দিনগুলো! দেহখানা শুকিয়ে প্রায় কাঠ।

দুই সপ্তাহ পর যখন জমিদার দেখলেন তিনি মরছেন না, এলেন হোজ্জার কাছে। বললেন, ‘এদিকে আয় ব্যাটা হাতুড়ে ডাক্তার, দ্যাখ, বহাল তবিয়তে আমি তোর সামনে এসে দাঁড়িয়েছি। দুই সপ্তাহ পর আপনি মারা যাবেন—কী আমার গণক ঠাকুর রে!’

হোজ্জা বললেন, ‘রাগ করবেন না, জমিদার হুজুর। নিজের শরীরের দিকে চেয়ে দেখুন। রোগা হতে চেয়েছিলেন, রোগা করে দিয়েছি। এখন চিকিৎসাবাবদ পারিশ্রমিকের টাকাটা দিয়ে দিন।’

এ বিভাগের আরো খবর