নিচের ছবি দুটি খেয়াল করে দেখো।
ভালুক তার ছানাকে নিয়ে এসেছে মাছ ধরতে।
মা ভালুক একটি মাছ ধরে ছুড়ে দিল তার ছানার কাছে।
মাঝখান থেকে উড়ে এসে পাখিটা কি করল দেখেছ?
ছোঁ দিয়ে মাছটা ধরে ফেলল।
তাই দেখে ইঁদুরের সে কী হাসি।
ছবি দুটি আপাতত একই রকম মনে হলেও এদের মধ্যে বেশ কয়েকটি পার্থক্য আছে।
তোমার কাজ হচ্ছে পার্থক্যগুলো খুঁজে বের করা।
তাহলে দেরি না করে খোঁজ শুরু করে দাও।
সময় মাত্র ৩ মিনিট।
সময় শেষ হলে নিচের ছবি দেয়া উত্তরের সঙ্গে তোমার উত্তরগুলো মিলিয়ে নাও।
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com