রোমানিয়ান শিল্পী ড্যান ক্রেটু ফলমূল ও শাক-সবজি নিয়ে খেলনা বানান।
রোমানিয়ান শিল্পী ড্যান ক্রেটু একজন মজার মানুষ।
তিনি কী করেন জানো?
ফলমূল ও শাক-সবজি নিয়ে খেলনা বানান।
ক্যামেরা, সাইকেল, জুতা কী নেই তার বানানো খেলনার তালিকায়!
চলো, আজ তার বানানো কিছু খেলনা দেখে নেই।
রঙের টিউব
বাইসাইকেল
ক্যাসেট প্লেয়ার
মোটরসাইকেল
ক্যামেরা
জুতা