সুন্দর একটা স্কুলের ছবি এঁকেছে জান্নাতি।
স্কুলে শিশুরা এসেছে নতুন বই নেয়ার জন্য।
শিক্ষক একে একে ওদের হাতে তুলে দিচ্ছেন বই।
বই পেয়ে ওরা খুব খুশি।
হবেই না বা কেন?
ওদের স্কুলটা নদীর তীরে।
সেই নদী দিয়ে মাঝি ভাই নৌকা নিয়ে যাচ্ছে।
তোমরা কি এই স্কুলে পড়বে?
ওয়াহিদা জান্নাতি আদনী
ছবিটা এঁকেছে আমাদের বন্ধু ওয়াহিদা জান্নাতি আদনী।
সে মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটে সপ্তম শ্রেণিতে পড়ে।
বন্ধুরা, তোমরাও যদি আদনীর মতো সুন্দর করে ছবি আঁকতে পারো, তাহলে সেটা পাঠিয়ে দিও আমাদের ঠিকানায়।
তোমার আঁকা ছবি প্রকাশ করবে কিড জোন। ছবির সঙ্গে তোমার একটি ছবি, তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না।
আমাদের ই-মেইলের ঠিকানা nbkidzone@gmail.com