তোমরা কি কোয়ালা দেখেছ?
না দেখে থাকলে এখনই ইউটিউবে দেখে নাও।
কারণ আজ আমরা ওয়ানটাইম প্লেট দিয়ে কোয়ালা বানাব।
চলো তাহলে শুরু করা যাক।
কোয়ালা বানাতে যা যা লাগবে তার তালিকা দেখে নাও
১. একটি বড় এবং দুটি ছোট ওয়ান টাইম প্লেট
২. ধূসর মার্কার পেন
৩. কালো কাগজ
৪. কাঁচি
৫. স্ট্যাপলার মেশিন
৬. গুগল চোখ
প্রথমে ধূসর মার্কার পেন দিয়ে ওয়ান টাইম প্লেটগুলো ধূসর করে নাও। তারপর ছবিতে যেভাবে দেখানো হয়েছে সেভাবে প্লেট সাজিয়ে জুড়ে দাও।
একটা প্লেটের সঙ্গে আরেকটা প্লেট জুড়ে দেবার জন্য স্ট্যাপলার ব্যবহার করো।
কালো কাগজটাকে নাকের মতো কেটে প্লেটে লাগিয়ে নাও। নাকের ওপরের দিকে গুগল চোখ দুটিও লাগিয়ে ফেল। নাকের নিচে মার্কার দিয়ে মুখ আঁকো।
ব্যস, হয়ে গেল আমাদের কোয়ালা। এবার এটাকে দেয়ালের সঙ্গে টানিয়ে দাও। দেখতে দারুণ লাগবে।