আমাদের নামগুলো কত সুন্দর সুন্দর, তাই না?
কেউ অনিক, কেউ আবির, কেউ শ্রীকান্ত, কেউ নাসির ইত্যাদি ইত্যাদি।
ইন্দোনেশিয়ায় আমাদের এক বন্ধু আছে।
ওর নামটা খুব অদ্ভুত।
ওর নাম হলো- ABCDEF GHIJK.
১২ বছর বয়সী এই ছেলেটি ইন্দোনেশিয়ার দক্ষিণ সুমাত্রা প্রদেশে বাস করে।
ওর এই অদ্ভুত নামের কথা সবাই জানতে পারে, যখন সে ভ্যাকসিন দিতে টিকা কেন্দ্রে আসে।
টিকা ফরমে নামের জায়গায় ইংরেজি বর্ণমালা দেখে স্বাস্থ্যকর্মীরা ভেবেছিলেন নিশ্চয়ই কোনো ভুল হয়েছে।
আসল তথ্য জানার পর সবাই অবাক! সত্যি সত্যিই ওর বাবা-মা ABCDEF GHIJK নাম রেখেছেন। তার অফিশিয়াল আইডিতেও দেয়া আছে এই নাম।
স্কুলের ইউনিফর্মেও ABCDEF GHIJK লেখা আছে।
এই নাম নিয়ে এখন সবাই হাসাহাসি করছে বলে ছেলেটার মনটা একটু খারাপ।
নাম যেমনই হোক, সেটা নিয়ে হাসাহাসি করা ঠিক না। কি বলো?