বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈশপের গল্প

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩০ অক্টোবর, ২০২১ ১১:০৩

নেকড়ের ইচ্ছা হলো মহত্ব দেখানোর। ভেড়াটার ওপর হামলা না চালিয়ে সে চাইল কিছু যুক্তি দিয়ে সেটাকে বুঝিয়ে দিতে হবে যে ভেড়া খাওয়া নেকড়ের অধিকারের মধ্যেই পড়ে।

ঈশপের নাম তো নিশ্চয়ই শুনেছ। খ্রিষ্টপূর্ব ৬২০ সালে প্রাচীন গ্রিসে জন্মগ্রহণ করেন তিনি। মজার মজার শিক্ষামূলক গল্প বলাতে তার জুড়ি নেই। চলো, আজ তার সিংহ ও বোলতার গল্পটি পড়ে দেখি।

নেকড়ে ও ভেড়া

বনের মধ্যে ঘুরছিল এক ক্ষুধার্থ নেকড়ে। হঠাৎ দেখতে পেল একটা ভেড়া তার দিকেই আসছে। মনে হয় সে দল থেকে হারিয়ে গেছে।

নেকড়ের ইচ্ছা হলো মহত্ব দেখানোর। ভেড়াটার ওপর হামলা না চালিয়ে সে চাইল কিছু যুক্তি দিয়ে সেটাকে বুঝিয়ে দিতে হবে যে ভেড়া খাওয়া নেকড়ের অধিকারের মধ্যেই পড়ে।

সে ভেড়াটাকে বলল, ‘এই যে ভেড়া সাহেব, গত বছর আপনি আমাকে খুব অপমান করেছিলেন।’

ভেড়াটা ভ্যাঁ করে কেঁদে ফেলল, ‘কিন্তু আমার তো গত বছর জন্মই হয়নি!’নেকড়ে তখন বলল, ‘হতে পারে। কিন্তু আমার মাঠের ঘাস তো খাও তুমি। এটা অপরাধ।’‘না হুজুর,’ ভেড়া উত্তর দেয়, ‘ঘাস খেতে কেমন তাই আমি জানি না এখনো।’নেকড়ে ছাড়ে না, ‘তুই আমার কুয়ো থেকে জল খাস কেন?’‘না, না,’ আর্তনাদ করে ওঠে ভেড়াটা, ‘আমি এখনো এক ফোঁটা পানিও মুখে দিইনি। আমি তো এখনও শুধু মার দুধ খাই!’‘হুম! আমার সব অভিযোগের তুই ভালোই জবাব দিয়ে দিয়েছিস। কিন্তু তা বললে তো আর আমার পেট চলবে না- এই কথা বলতে বলতেই ভেড়াটার ওপর ঝাঁপিয়ে পড়ল নেকড়ে। টুকরা টুকরা করে খেয়ে ফেলল।'

গল্পের শিক্ষা: অত্যাচারী সব সময়ই অত্যাচার করার জন্য কিছু না কিছু অজুহাত খুঁজে বের করার চেষ্টা করে।

এ বিভাগের আরো খবর