এই হাতিগুলোর মাঝে লুকিয়ে আছে একটা দুষ্টু পান্ডা। সেও হাতিগুলোর মতো তাকিয়ে আছে সামনের দিকে।
ওপরের ছবিতে কী দেখতে পাচ্ছ?
হাতি আর হাতি, তাই না?
সাদা হাতি, কালো হাতি, হলুদ হাতি।
আরও নানা রকমের হাতি আছে এখানে।
এই হাতিগুলোর মাঝে লুকিয়ে আছে একটা দুষ্টু পান্ডা।
সেও হাতিগুলোর মতো তাকিয়ে আছে সামনের দিকে।
তুমি কি সেই পান্ডাটিকে খুঁজে বের করতে পারবে?
চেষ্টা করে দেখো।
সময় মাত্র ১ মিনিট।
তাহলে শুরু করা যাক।
যারা পান্ডাটাকে খুঁজে পাবে, তাদের অগ্রিম ধন্যবাদ।
যারা পাচ্ছ না, তারা নিচের ছবি দেখে পান্ডাটাকে বুঝে না।
বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পার। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।
পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com