বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আসিফ মেহদীর মাছিম্যান

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৯ অক্টোবর, ২০২১ ১০:০৮

আসিফ মেহ্দীর প্রতিটি বইয়ে থাকে ব্যঙ্গ আর হাসির খোরাক। সে জন্য তার বইগুলো উঠে আসে বেস্ট সেলারের তালিকায়।

ব্যাটম্যান, স্পাইডারম্যান, আয়রনম্যান তো অনেক পড়েছ।

এবার তোমাদের জন্য এসেছে মাছিম্যান।

এই সুপার হিরো সম্পূর্ণ দেশি।

তার সম্পর্কে জানতে হলে পড়তে হবে মাছিম্যান বইটি।

মাছিম্যানের অদ্ভুত আর মজার কাণ্ডকারখানায় ভরপুর এটা।

লিখেছেন তোমাদের প্রিয় লেখক আসিফ মেহদী।

বইটিতে আছে বাছাইকৃত ১৪টি বিজ্ঞান কল্পগল্প।

মাছিম্যান প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। মূল্য ১৮০ টাকা।

আসিফ মেহদী

আসিফ মেহদীর প্রতিটি বইয়ে থাকে ব্যঙ্গ আর হাসির খোরাক।

সে জন্য তাঁর বইগুলো উঠে আসে বেস্ট সেলারের তালিকায়।

তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩০।

‘গল্পে আনন্দে বিজ্ঞান’ সিরিজের বই প্রকাশের মাধ্যমে আসিফ মেহদী বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞানের প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন।

‘বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি’র সঙ্গে যুক্ত থেকে তিনি বিজ্ঞানসম্মত জ্ঞান ও বিনোদনের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

এ বিভাগের আরো খবর