বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১০টি পার্থক্য খুঁজে বের করো

  •    
  • ২৭ অক্টোবর, ২০২১ ১২:৪২

মিটিংয়ে উপস্থিত আছে তিমি, জেলিফিস, ক্লাউন ফিস, স্টার ফিসসহ আরও অনেকে। একটা ডুবোজাহাজও কিন্তু আছে সেখানে। ডুবোজাহাজও পানিতে বাস করে। তাই পানির অধিবাসীদের মিটিংয়ে থাকার অধিকার তারও আছে।

সাগরের গভীরে প্রাণীদের মিটিং চলছে।

মিটিংয়ে উপস্থিত আছে তিমি, জেলিফিস, ক্লাউন ফিস, স্টার ফিসসহ আরও অনেকে।

একটা ডুবোজাহাজও কিন্তু আছে সেখানে।

ডুবোজাহাজও পানিতে বাস করে।

তাই পানির অধিবাসীদের মিটিংয়ে থাকার অধিকার তারও আছে।

ছবি দুটি আপাতত একই রকম মনে হলেও এদের মধ্যে বেশ কয়েকটি পার্থক্য আছে।

তোমার কাজ হচ্ছে পার্থক্যগুলো খুঁজে বের করা।

তাহলে দেরি না করে খোঁজ শুরু করে দাও।

সময় মাত্র ৩ মিনিট।

সময় শেষ হলে নিচের ছবি দেয়া উত্তরের সঙ্গে তোমার উত্তরগুলো মিলিয়ে নাও।

বন্ধুরা, চাইলে তোমরাও কুইজ বানিয়ে আমাদের কাছে পাঠাতে পার। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর