বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

একঝাঁক ধাঁধা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ অক্টোবর, ২০২১ ১৫:৫২

তোমরাও ধাঁধা বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

ধাঁধা পাঠিয়েছে আমাদের বন্ধু রিফাত মাহমুদ সৌরভ।

দেখি, তোমাদের মধ্যে কে কে সমাধান করতে পারো।

১. আমার এক লাল ঘোড়া

যাই দেই তাই খায়

পানি দিলে মইরা যায়।

২. ইরিক বিরিক চিরিক চাই

লাল ফলটার বিচি নাই।

৩. উড়িতে ঝমঝম, দেখিতে বাহার

কী এমন পাখি সে, করে না আহার।

৪. এরা আসে দলে দলে গানের সুরে সুরে

এরা থাকে আকাশের উপরে উপরে।

৫. জল-এ আছে, ডাঙ্গায় নাই

বিল-এ আছে, নদীতে নাই।

বেশ এবার উত্তরের পালা।

কে কে পেরেছ, হাত তোলো।

ধন্যবাদ।

এবার তোমাদের উত্তরের সঙ্গে সৌরভের পাঠানোর উত্তর মিলিয়ে নাও।

উত্তর: ১. আগুন ২. পেঁয়াজ ৩. বিমান ৪. বৃষ্টি ৫. ল অক্ষর

বন্ধুরা, চাইলে সৌরভের মতো তোমরাও ধাঁধা বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। কুইজের সঙ্গে অবশ্যই তোমার নাম, স্কুলের নাম, কোন ক্লাসে পড় এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দেবে।

পাঠানোর ঠিকানা: nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর