কোনো এক সুন্দর শহরে রূপকথা নামের একটি মেয়ে বাস করত। হাসি-খুশি লক্ষ্মী মেয়েটি সবার সঙ্গে ভালো ব্যবহার করত বলে সবাই তাকে খুব ভালোবাসত। স্কুলেও সে ছিল সবার চোখের মণি।
একদিনের এক ছোট্ট ঘটনা পাল্টে দিলো তাকে। ঘটনার সূত্রপাত হয়েছিল স্কুলেই। অন্যান্য দিনের মতো সেই দিনটিও ছিল রোদে উজ্জ্বল একটি দিন। সেদিন স্কুলের টিফিনের সময় স্মিতা ক্লাসের সবাইকে ডেকে দেখাল, তার মামার বিদেশ থেকে আনা একটি ভারি সুন্দর পুতুল। পুতুলটি এত সুন্দর ছিল যে, সবাই একবার করে ধরে দেখছিল। রূপকথাও পুতুলটি হাতে নিলো। তারপর এমন কি হলো যে, সেই ঘটনা থেকে শিক্ষা নিলো ক্লাসের সব্বাই?
সেই ঘটনা জানতে হলে পড়তে হবে গল্পটি। তাহলে রূপকথাদের সঙ্গে তুমিও চিৎকার করে বলে উঠবে, খুশি হতে হয় সবাইকে নিয়ে।
চমৎকার এই বইটি লিখেছেন তোমাদের প্রিয় লেখক সত্যজিৎ বিশ্বাস।
সত্যজিৎ বিশ্বাস
বইটির প্রচ্ছদ ও পাতায় পাতায় চমৎকার গ্রাফিক ডিজাইনে ছিলেন আতিকুল ইসলাম মানিক। শিল্প নির্দেশনা দিয়েছেন কার্টুনিস্ট আহসান হাবিব।