বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লি চাচ্চুর পশুপাখি

  •    
  • ১৫ অক্টোবর, ২০২১ ১১:৪৫

তার পশুপাখি বানানোর স্টাইলটা একটু অন্য রকম। স্টেইনলেস স্টিলের রডকে বাঁকিয়ে, প্যাঁচিয়ে ভাস্কর্য বানান তিনি।

দক্ষিণ কোরিয়ার আমাদের এক চাচ্চু আছেন।

তার নাম লি স্যাংসু।

তিনি পেশায় আর্টিস্ট।

পশু পাখির ভাস্কর্য বানাতে ভালোবাসেন।

তবে তার পশুপাখি বানানোর স্টাইলটা একটু অন্য রকম।

স্টেইনলেস স্টিলের রডকে বাঁকিয়ে, প্যাঁচিয়ে ভাস্কর্য বানান তিনি।

সবশেষে রং লাগান।

চলো দেখে নেই লি চাচ্চুর কিছু ভাস্কর্য।

ইমু

ফ্লেমিংগো

শুকর

কাকাতুয়া

বিড়াল

কুকুর

এ বিভাগের আরো খবর