বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওরা এখন বুড়ো-বুড়ি

  •    
  • ১৩ অক্টোবর, ২০২১ ১৩:১০

ওরা যদি সত্যি সত্যি বুড়ো হতো, তাহলে ওদের কেমন দেখাত? সেটাই কল্পনা করেছেন রাশিয়ার আর্টিস্ট অ্যান্ড্রু তারুসভ।

আমাদের পরিচিত কার্টুন চরিত্রগুলোর বেশির ভাগেরই জন্ম গত শতাব্দীর প্রথম দিকে।

সে হিসাবে ওদের বয়স এখন ১০০ বছরের কাছাকাছি।

মানে ওরা এখন প্রায় বুড়ো।

কিন্তু কার্টুনে ওরা এখনো আগের মতোই আছে।

আগের মতোই ছোট, আগের মতোই দুষ্টু।

ওরা যদি সত্যি সত্যি বুড়ো হতো, তাহলে ওদের কেমন দেখাত?

সেটাই কল্পনা করেছেন রাশিয়ার আর্টিস্ট অ্যান্ড্রু তারুসভ।

চলো তাহলে দেখে নেই বুড়ো হওয়া কার্টুন চরিত্রগুলোকে।

বাগস বানি ও লোলা বানি। ওদের জন্ম ১৯৩৮ সালে। সে হিসাবে ওদের বয়স ৮৩ বছর।

ডাফি ডাক। ওর জন্ম ১৯৩৭ সালে। সে হিসাবে ওর বয়স ৮৪ বছর।

ডেইজি ডাক। ওর জন্ম ১৯৪০ সালে। সে হিসাবে ওর বয়স ৮১ বছর।

ডোনাল্ড ডাক। ওর জন্ম ১৯৩৪ সালে। সে হিসাবে ওর বয়স ৮৭ বছর।

গুফি। ওর জন্ম ১৯৩২ সালে। সে হিসাবে ওর বয়স ৮৯ বছর।

মিকি মাউস ও মিনি মাউস। ওদের জন্ম ১৯২৮ সালে। সে হিসাবে ওদের বয়স ৯৩ বছর।

পোর্কে পিগ। ওর জন্ম ১৯৩৫ সালে। সে হিসাবে ওর বয়স ৮৬ বছর।

রোড রানার ও উইলি ই কয়োটি। ওদের জন্ম ১৯৪৯ সালে। সে হিসাবে ওদের বয়স ৭২ বছর।

টুইটি ও সিলভেস্টার। ওদের জন্ম ১৯৪২ সালে। সে হিসাবে ওদের বয়স ৭৯ বছর।

এ বিভাগের আরো খবর