পুজোর দিনে সব অপরাধ ক্ষমা
পুজো মানে ফুর্তিরই তরজমা।
আর দুটি দিন- সপ্তমীতেই দুর্গাপূজা শুরু
বুকের ভেতর উতল হাওয়া মনটা উড়ু উড়ু।
পুজোর দিনে হয় না যেতে স্কুলে
পড়তে কি হয় ইংরেজি বই খুলে?
মোটেই না তো। তাও বড়রা কোঁচকাবে না ভুরু!
পুজোর দিনে সব অপরাধ ক্ষমা
পুজো মানে ফুর্তিরই তরজমা।
চোখরাঙানি নেই, বুকে তাই হয় না দুরু দুরু।
যা খুশি খাও ফুচকা, পাঁপড়, গজা
যা খাও সেটাই লাগবে দারুণ মজা।
পুজো হলো এমন মিঠাই সরটা যাতে পুরু!