আজ আমরা তার বানানো গাজর এবং আলুর ভূত দেখব। তবে তুমি কিন্তু ভয় পেয়ো না। কারণ বাজার থেকে আলু আর গাজর কিনে এনে এগুলো বানানো হয়েছে।
ডিন আর্নল্ড চাচ্চু এটা সেটা কেটে ভূত বানাতে ওস্তাদ।
মিষ্টি কুমড়া, গাজর, আপেল, অ্যাভোকাডো, আলু সবই কাটেন তিনি।
বিশেষ ধরনের চাকু ব্যবহার করে এসব বানানো হয়।
তার বানানো ভূত দেখলে মনে হয়, এখনই ছুটে বেরিয়ে আসবে।
আজ আমরা তার বানানো গাজর এবং আলুর ভূত দেখব।
তবে তুমি কিন্তু ভয় পেয়ো না।
কারণ বাজার থেকে আলু আর গাজর কিনে এনে এগুলো বানানো হয়েছে।
ওরা আমাদের ভয় দেখাতে এলেই আমরা ওদের ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে গাজরের সালাদের সঙ্গে খেয়ে ফেলব।