বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বনে চলছে উৎসব

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ সেপ্টেম্বর, ২০২১ ১২:৪২

আকাশে উড়ছে নানা রঙের ঘুড়ি। কোনটা প্যাঁচার মতো, কোনটা সিংহের মতো।

বনে শুরু হয়েছে উৎসব।

পশু-পাখিরা সেজেছে বর্ণিল সাজে।

হাতি মাথায় দিয়েছে ফুলের মুকুট।

ময়ূরও বসে নেই।

দারুণ মজা লাগছে তার।

আকাশে উড়ছে নানা রঙের ঘুড়ি।

কোনোটা প্যাঁচার মতো, কোনোটা সিংহের মতো।

এই উৎসবের দিনে বুনো ফুল লুকিয়ে থাকবে কেন?

সেও ফুটেছে নানা রঙের পাপড়ি মেলে।

চমৎকার এই ছবিটি এঁকেছে আমাদের ছোট্ট বন্ধু তাবিন তাহের।

বন্ধুরা, তোমরাও যদি তাবিনের মতো সুন্দর করে ছবি আঁকতে পার, তাহলে সেটা পাঠিয়ে দিও আমাদের ঠিকানায়।

তোমার আঁকা ছবি প্রকাশ করবে কিড জোন। ছবির সঙ্গে তোমার একটি ছবি, তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না।

আমাদের ই-মেইলের ঠিকানা nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর