বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুল জোকস

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৪৭

স্যার, আজ তো প্র্যাকটিক্যাল ক্লাস আছে। আর আপনি তো প্রায়ই বলেন, অনেক গাধা পিটিয়ে মানুষ করেছেন, তাই আজ স্বচক্ষে দেখব বলে ঠিক করেছি।

স্কুল খুলে গেছে।

শুরু হয়েছে ক্লাস।

চলো, এই সুযোগে স্কুল নিয়ে কিছু জোকস শুনে নেই।

জোকসগুলো পাঠিয়েছে আমাদের ছোট্ট বন্ধু মারজান আহমেদ।

ও মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি স্কুলে চতর্থ শ্রেণিতে পড়ে।

১. গণিত শিক্ষক: এই সমীকরণের সমাধান করে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মান হলো ১০।

শিক্ষার্থী: এক মিনিট স্যার! কোথাও ভুল হচ্ছে না তো? গতকালই আপনি বলেছিলেন এক্সের মান ৫।

২. শিক্ষক: কী ব্যাপার সেন্টু, অ্যাসাইনমেন্ট দিতে বললাম আর তুমি জমা দিয়েছ সাদা একটা পাতা!

সেন্টু: স্যার, আপনিই তো বলেছিলেন, অ্যাসাইনমেন্টটাকে যথাসম্ভব সংক্ষিপ্ত রাখতে আর অপ্রয়োজনীয় বাক্য বাদ দিয়ে দিতে।

৩. একদিন কোথা থেকে একটা গাধা জোগাড় করে সেটাকে ক্লাসে নিয়ে হাজির বল্টু। দেখে তো শিক্ষকের চোখ কপালে।

শিক্ষক: বল্টু, তুই এই গাধাটাকে এখানে এনেছিস কেন?

বল্টু: স্যার, আজ তো প্র্যাকটিক্যাল ক্লাস আছে। আর আপনি তো প্রায়ই বলেন, অনেক গাধা পিটিয়ে মানুষ করেছেন, তাই আজ স্বচক্ষে দেখব বলে ঠিক করেছি।

৪. শিক্ষক: বল তো ১৮০৯ সালে কে জন্মেছিল?

ছাত্র: আব্রাহাম লিংকন।

শিক্ষক: ১৮১৯ সালে কী ঘটেছিল?

ছাত্র: তাঁর ১০ বছর বয়স হয়েছিল স্যার।

৫. মা: আজ স্কুলে কী করলে খোকা?খোকা: ‘যেমন খুশি তেমন লিখো’ খেললাম।মা: কিন্তু আজ না তোমার গণিত পরীক্ষা হওয়ার কথা?খোকা: ওটার কথাই তো বলছি!

এ বিভাগের আরো খবর