ফেসবুকেতে যে যার মতো নেট ব্রাউজে বিজি,
কারও আছে ওয়াই-ফাই আর কারও ডাটা থ্রিজি।
ইচ্ছেমতো নেট ইউজে নেই তো কারও মানা,
হঠাৎ একী লাইভে এলো মামদোভূতের ছানা!
চোখ করে লাল ভেংচি কাটে, পেট দুলিয়ে নাচে,
সময় তখন রাতের শুরু ঠিক বারোটা পাঁচ-এ।
সাথে সাথেই এ-ধার ও-ধার চলে গেল নিউজ,
আজব লাইভে দৃষ্টি সবার হাজার হাজার ভিউজ।
কত রকম প্রশ্ন তাদের, লাইক-কমেন্টে ভরা,
পরিস্থিতি দেখে ভূতের চক্ষু ছানাবড়া!
রেগেমেগে মুখ ফুলিয়ে, ভাঙা বিশ্রী স্বরে—
দাঁত খিঁচিয়ে মামদোছানা কমেন্টগুলো পড়ে।
‘নাম কী তোমার? কোথায় বাড়ি? থাকে কোথায় স্বজন?
ভাই-বোনেদের সংখ্যা কত, হালি নাকি ডজন?
ঘুমাও কখন? কখন ওঠো? খাও কী পেলে খিদে?
বসবাসে বলো কেমন হচ্ছে অসুবিধে?
প্রতিদিনের রুটিন দেখাও? আছে নিয়ম-নীতি?
বলে ফেলো মজার ছলে দুষ্টু কোনো স্মৃতি।
ফেবুর লাইভে আসছো কেন? নেই কি খেয়ে কাজ আর!’
রকমারি কথায় ভরা প্রশ্ন হাজার হাজার।
কেউ লেখেনি— ভয় পেয়েছি, শরীর ঠান্ডা পুরো,
হাত-পাগুলো কাঁপছে এবং কাঁপছে গলার সুরও।
কমেন্টটাতে রিপ্লাইও নেই, ‘বুকের মাঝে ফুঁ দাও’,
অভিমানে ভূতের ছানা হয়ে গেল উধাও।