বাতিল কিংবা ফেলে দেয়া চামচ, স্কেল, খাবারের ক্যান, কাপড়, দাবার ঘুঁটি, বোতাম, চাকু, প্লেটসহ হাজারো জিনিস দিয়ে বানানো হয়েছে ভাস্কর্যগুলো।
বারবারা ফ্রাঙ্ক খালামনি বাস করেন লন্ডনে।
অবসর সময়ে তিনি কী করেন জানো?
ফেলে দেয়া এটা-সেটা দিয়ে পশুপাখির ভাস্কর্য বানান।
ঘোড়া, ভেড়া, জেব্রা, শিয়াল, কুকুর থেকে শুরু করে পাখি, মাছ- কী নেই তার বানানোর তালিকায়।
সেগুলো এত সুন্দর যে, দেখলেই কোলে নিতে মন চাইবে।
বাতিল কিংবা ফেলে দেয়া চামচ, স্কেল, খাবারের ক্যান, কাপড়, দাবার ঘুঁটি, বোতাম, চাকু, প্লেটসহ হাজারো জিনিস দিয়ে বানানো হয়েছে ভাস্কর্যগুলো।
চলো তাহলে দেরি না করে বারবারা খালামনির কয়েকটি ভাস্কর্য দেখে নিই।
নিজের পশুপাখিদের সাথে বারবারা খালামনি।
ভাস্কর্যের আরও ছবি দেখতে চাইলে এখানে ক্লিক কর।