খুশি হয়ে দিয়ে পায়
শেষে করি হায় হায়
শখ করে এনে দাদা পুঁতেছিনু ওলগিন্নি দিয়েছে রেঁধে তাই দিয়ে ঝোল।এক গ্রাস খাওয়া যেইআমি আর আমি নেইচক্ষের নিমেষেই গাল গলা ঢোল।
আগ্রায় গিয়ে আমি হয়ে যাই তাগড়াতাড়াতাড়ি কিনে ফেলি ইয়া এক নাগরাখুশি হয়ে দিয়ে পায়শেষে করি হায় হায়ভিতরে কাঁকড়া বিছে
কী দারুণ বাগড়া।