সাকিব আল হাসানের খেলা দেখেছ?
যখন সে খেলতে নামে, তখন সে জার্সি পরে।
তার জার্সি নম্বর ৭৫।
মেসি-নেইমার ওরা ফুটবল খেলে জার্সি পরে।
দুজনের জাতীয় দলের জার্সি নম্বর ১০।
আজ এমন একটি প্রজাপতির কথা বলব, যে এমনিতে খেলাধুলা না করলেও সব সময় জার্সি পরেই থাকে।
ওদের বেশির ভাগের জার্সি নম্বর ৮৮। তবে কেউ কেউ ৮৯ এবং ৯৮ নম্বরের জার্সিও পরে।
‘আন্নার ৮৮’ নামের এই প্রজাপতি পাওয়া যায় মধ্য আমেরিকায়।
এর ডানার সামনের অংশে দেয়া লাল রং দেখলে মনে হয়, কেউ তুলির আচড়ে রংটা মাখিয়ে দিয়েছে।
ডানার পেছনের অংশে আছে সাদার উপরে কালো রেখা।
মাঝখানে সাদার ওপর কালো রঙে ইংরেজিতে নম্বরগুলো লেখা থাকে।
মনে মনে হয়তো ভাবছ, ইংরেজিতে নম্বরটা না লিখে বাংলায় লিখলেও তো পারত।
আসলে হয়েছে কী, জার্সি নম্বর সাধারণত ইংরেজিতেই লেখা থাকে।
তাই হয়তো ওদের নম্বরটাও ইংরেজিতে দেয়া আছে।
এরা পচা জিনিস ছাড়া খেতেই পারে না।
এমনিতে এরা পচা ফলের রস খায়।
অনেক সময় গোবরের রস খেতেও দেখা যায়।