দূষণের উল্লাস, ধুলোদের সুখ
বিরক্তি, হাঁচিমাখা কাশি খুকখুক।
এ শহর বড়োদের; ছোটোদের নয়
যানজট, কোলাহল, সংঘাত, ভয়।
শব্দের আহাজারি, রড, বালু, ইট
মাথাঘোরা, মনপোড়া, রাগ খিটমিট।
দূষণের উল্লাস, ধুলোদের সুখ
বিরক্তি, হাঁচিমাখা কাশি খুকখুক।
শোকাতুর মাঠগুলো নেই কোনো ঘাস
রোবটিক চলাফেরা, রোবটিক শ্বাস।
পড়াশোনা কড়া শোনা, টেনশন, জব
বড়োদের অধিকারে শহরটা সব।