বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এই প্রাণীগুলো দেখেছ?

  •    
  • ১৩ সেপ্টেম্বর, ২০২১ ১৬:১৭

জুতার মতো বিশাল মুখের পাখি এরা। তাই তো সবাই শুবিল নামে ডাকে। আস্ত মাগুর মাছ গিলে খেতে এদের কোনো সমস্যাই হয় না। দক্ষিণ সুদান এবং জাম্বিয়াতে পাওয়া যাবে এদের।

আজ আমরা এমন কিছু প্রাণীর সঙ্গে পরিচিত হব, যেগুলো তুমি হয়তো আগে কখনও দেখনি।

এই প্রাণীগুলোর মধ্যে কেউ পানিতে বাস করে, কেউবা ডাঙায়।

কেউ ঘাস খায়, তো কেউ খায় মাংস।

চলো তাহলে দেরি না করে ওদের সঙ্গে পরিচিত হয়ে নিই।

পান্ডা পিঁপড়া

এই পিঁপড়াটার গায়ের রং পান্ডার মতো সাদাকালো বলে সবাই আদর করে একে পান্ডা অ্যান্ট বলে। এরা চিলিতে বাস করে। অন্য প্রাণীরা যেমন চিনি খেতে ভালোবাসে, তেমনি এরাও চিনি পছন্দ করে।

ম্যানগালিকা পিগ

ম্যানগালিকা পিগ এক ধরনের শূকর কিন্তু এদের সারা দেহে ভেড়ার মতো কোঁকড়ানো পশম আছে। এরা গৃহপালিত প্রাণী। বনে এদের পাওয়া যায় না। এই শূকর দেখতে হলে তোমাদের হাঙ্গেরিতে যেতে হবে।

ওকাপি

অনেকে এটাকে জিব্রা জিরাফ বলেও ডাকে। এমন নামে ডাকার কারণ, এটার মুখ দেখতে জিরাফের মতো কিন্তু এর শরীরের পেছন দিকে জেব্রার মতো ডোরাকাটা দাগ আছে। এরা কঙ্গোতে বাস করে।

সাইগা হরিণ

চোখ, কান, শিং সব হরিণের মতো হলেও এদের নাকটা হরিণের মতো নয়। কেমন যেন অদ্ভুত নাক ওদের। তবুও সবাই ওকে হরিণ নামেই ডাকে। এরা রাশিয়া, মঙ্গোলিয়া এবং চীনে বাস করে।

শুবিল

জুতার মতো বিশাল মুখের পাখি এরা। তাই তো সবাই শুবিল নামে ডাকে। আস্ত মাগুর মাছ গিলে খেতে এদের কোনো সমস্যাই হয় না। দক্ষিণ সুদান এবং জাম্বিয়াতে পাওয়া যাবে এদের।

ভ্যাম্পায়ার হরিণ

ভ্যাম্পায়ারের মতো এই হরিণের মুখের দুই পাশ দিয়ে দুটো দাঁত বেরিয়ে থাকে। তবে এরা ভ্যাম্পায়ারের মতো রক্ত পান করে না। ঘাস, লতাপাতা খায়। এরা চীনে বাস করে।

এ বিভাগের আরো খবর