বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শরতে ফুটেছে কাশফুল

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৩ সেপ্টেম্বর, ২০২১ ১১:২৭

বন্ধুরা, তোমরাও যদি সৃজার মতো সুন্দর করে ছবি আঁকতে পার, তাহলে সেটা পাঠিয়ে দিও আমাদের ঠিকানায়।

তোমরা তো জানই, শরৎকালে কাশফুল ফোটে।

এ সময় নদীর তীরে কাশফুলের বন দেখা যায়।

বাতাসে যখন কাশফুল দোলে, মনে হয় যেন সাদা মেঘের ভেলা ভেসে চলেছে।

তেমনই এক বনে গিয়েছিল আমাদের ছোট্ট বন্ধু সৃজা।

সেই দৃশ্য এঁকে আমাদের কাছে পাঠিয়েছে সে।

খুব সুন্দর হয়েছে ওর ছবিটা, তাই না?

সৃজা বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে তৃতীয় শ্রেণিতে পড়ে।

আমাদের ছোট্ট বন্ধু সৃজা।

বন্ধুরা, তোমরাও যদি সৃজার মতো সুন্দর করে ছবি আঁকতে পার, তাহলে সেটা পাঠিয়ে দিও আমাদের ঠিকানায়।

তোমার আঁকা ছবি প্রকাশ করবে কিড জোন। ছবির সঙ্গে তোমার একটা ছবি, তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না।

আমাদের ই-মেইলের ঠিকানা nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর