আমাদের শরীরে ২০৬টি হাড় আছে। বিড়ালের শরীরে কয়টি হাড় আছে জানো? ২৩০ থেকে ২৫০টি।
একটা প্রাপ্তবয়ষ্ক বিড়ালের ৩০টা দাঁত থাকে
বিড়ালকে বলা হয় 'বাঘের মাসি'। কারণ, বাঘ বিড়াল গোত্রের প্রাণী।
এরা প্রায় ৪৮ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। দৌড়ে এরা উসাইন বোল্টকেও হারিয়ে দিতে সক্ষম।
নিজেদের উচ্চতার চেয়ে ৫ গুন ওপরে লাফাতে পারে এরা।
বিড়ালেরা মানুষের মতো স্বপ্ন দেখে।
পৃথিবীর জনপ্রিয় পোষা প্রানীদের একটি হলো বিড়াল।
পৃথিবীতে প্রায় পঞ্চাশ কোটি বিড়াল রয়েছে।
প্রায় ১০ হাজার বছর আগের থেকে মানুষ বিড়াল পুষছে।
বিড়াল ঘুম প্রিয় প্রাণী। এরা দিনে প্রায় ১৩ থেকে ১৪ ঘন্টা ঘুমায়।
পৃথিবীর সবচেয়ে বড় বিড়ালটির ওজন ২১.২৯৭ কেজি।
মানুষ দিনের বেলা যতোটা পরিষ্কার দেখে, বিড়ালেরা রাতে তার চেয়েও ভালো দেখতে পায়।
বিড়ালের শোনার, দেখার এবং ঘ্রাণের ক্ষমতা মানুষের চেয়ে বহুগুণ বেশি।
বিড়াল সবচেয়ে পরিষ্কার প্রাণীদের একটি। এরা সময় পেলেই নিজের শরীর চেটে পরিস্কার করে।