কেমন আছিস লুডুর ঘুটি, রঙিন ঘুড়ি, নাটাই?
তোরা বিহীন বিকেলগুলো কেমন করে কাটাই!
কেমন আছিস ছেলেবেলার ক্রিকেট খেলার সাথি?
তোদের ছাড়া ভাল্লাগে না, হয় না মাতামাতি।
কেমন আছিস হাওর বাঁওড়, খাল, আড়িয়াল বিল?
তোদের ছেড়ে কষ্টে আছি হুহু করে দিল।
কেমন আছিস লুডুর ঘুটি, রঙিন ঘুড়ি, নাটাই?
তোরা বিহীন বিকেলগুলো কেমন করে কাটাই!
কেমন আছিস ডিঙি নৌকা, কাঠের সাঁকো, পুল?
তোরা বিনে বুকের ভেতর তুমুল হুলস্থুল।
কেমন আছিস অভিমানি গাল ফোলানো তিথী?
তোর সাথে না চুক্তি ছিল নিত্য দিবি চিঠি!
কেমন আছিস সবাই তোরা, আগের মতোই নাকি?
ভালো থাকিস, যাসনে ভুলে, আজকে চিঠি রাখি।