বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আজ জানব হাতি সম্পর্কে

  • আবির আবরাজ   
  • ৭ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩৪

পৃথিবীর সবচেয়ে ছোট জাতের হাতিদের বলা হয় পিগমি। এদের উচ্চতা ৮.২ ফুটের চেয়েও কম। এরা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বনে বাস করে।

চিড়িয়াখানায় আমরা সবাই হাতি দেখেছি। এরা সবচেয়ে বড় স্থলচর প্রাণী। আজ আমরা জানব হাতি সম্পর্কে এমন কিছু তথ্য, যা হয়তো তুমি জানো না।

১. একটা পূর্ণ বয়স্ক আফ্রিকান হাতি উচ্চতায় প্রায় সাড়ে ১০ ফুট হতে পারে। ওজন হতে পারে প্রায় ৬ টন বা ছয় হাজার কেজি। আফ্রিকান হাতির মস্তিষ্কের ওজন পাঁচ কেজি পর্যন্ত হতে পারে।

২. হাতি মানুষের মতোই দলবদ্ধভাবে থাকতে ভালোবাসে। এরা একে অপরকে তাদের কান ও রং দেখে চিনে নেয়।

৩. পৃথিবীতে মূলত দুই ধরনের হাতি আছে। আফ্রিকান ও এশিয়ান। আফ্রিকান হাতিদের শুঁড়ের মাথায় দুটি আঙুল থাকে। অপরদিকে এশিয়ান হাতিদের থাকে একটি।

৪. হাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল শুঁড়। একটি শুঁড়ে প্রায় দেড় লাখ পেশি থাকে। এরা শুড় দিয়ে আট লিটার পানি টেনে নিতে পারে।

৫. হাতির শুঁড়ে এত শক্তি যে, এর সাহায্যে কাঠবাদামের খোসা ভেঙে বাদাম পর্যন্ত খেতে পারে।

৬. পৃথিবীর সবচেয়ে ছোট জাতের হাতিদের বলা হয় পিগমি। এদের উচ্চতা ৮.২ ফুটের চেয়েও কম। এরা ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার বনে বাস করে।

৭. হাতির স্মৃতিশক্তি খুব ভালো। যেকোনো ঘটনা এরা অনেক দিন মনে রাখতে পারে।

৮. হাতির পেটে অনেক ক্ষুধা। এরা সারা দিন খেতে থাকে। দিনে প্রায় ১৫০ কেজি খাবার খায়।

৯. বনের হাতিরা খাবারের খোঁজে দিনে প্রায় ৫০ মাইল পর্যন্ত হেঁটে যেতে পারে।

এ বিভাগের আরো খবর