বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাটবিল চাচ্চুর চকলেট ব্যালেন্স রেকর্ড

  •    
  • ৩ সেপ্টেম্বর, ২০২১ ১৬:০১

তিনি একটার ওপর আরেকটা চকলেট জেমস রেখে ব্যালেন্স করেছেন। মোট পাঁচটা চকলেট জেমস রাখতে পেরেছেন তিনি।

ইংল্যান্ডে চকলেট প্রেমি এক চাচ্চু আছেন।

তার নাম উইল কাটবিল।

সম্প্রতি তিনি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন।

তিনি কী করেছেন জানো?

তিনি একটার ওপর আরেকটা চকলেট জেমস রেখে ব্যালেন্স করেছেন। মোট পাঁচটা চকলেট জেমস রাখতে পেরেছেন তিনি।

রেকর্ড করার জন্য তিনি ব্যবহার করেছেন এমঅ্যান্ডএম ব্র্যান্ডের চকলেট জেমস।

রেকর্ড করার পর কাটবিল চাচ্চু বলেন, ‘স্বপ্ন ছিল একদিন গিনেস বুকে আমার নাম উঠবে। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।’

বন্ধুরা, এবার দেখব তোমরা কয়টা চকলেট জেমসের ব্যালেন্স গড়তে পারো।

মনে রাখবে, এটি করতে কোনো আঠা ব্যবহার করতে পারবে না। চকলেট জেমসগুলো ভেজা ভেজাও হতে পারবে না।

এ বিভাগের আরো খবর