বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সায়মার হাতপাখা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ সেপ্টেম্বর, ২০২১ ১১:১৫

সাধারণত তালপাতা কিংবা খেজুরপাতা দিয়ে হাতপাখা বানানো হয়। তবে সায়মা বানিয়েছে কাগজ দিয়ে।

এখন ভাদ্র মাস চলছে।

দিনে-রাতে প্রচুর গরম।

আমাদের বন্ধু সায়মার তাতে অবশ্য কিছু যায় আসে না।

কারণ গরম তাড়াতে সে বানিয়েছে হাতপাখা।

দেখতে দারুণ হয়েছে, তাই না?

সাধারণত তালপাতা কিংবা খেজুরপাতা দিয়ে হাতপাখা বানানো হয়।

তবে সায়মা বানিয়েছে কাগজ দিয়ে।

হাতলটা কালো রঙের।

বাকি অংশে গোলাপি, হলুদ, নীল আরও অনেক রঙের ছড়াছড়ি দেখা যাচ্ছে।

চমৎকার এই পাখাটি বানানোর জন্য সায়মা আহাদ খানকে অনেক ধন্যবাদ।

বন্ধুরা, তোমরাও সায়মার মতো সুন্দর করে এটা-সেটা বানিয়ে আমাদের কাছে পাঠাতে পারো। চাইলে সেটার ছবি তুলেও দিতে পারো। কিডজোন প্রকাশ করবে সেগুলো।

এ ছাড়া গল্প, ছড়া লিখে কিংবা ছবি এঁকেও পাঠাতে পারো। সঙ্গে তোমার একটা ছবি, তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না।

আমাদের ই-মেইলের ঠিকানা nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর