বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গোপাল ভাঁড়ের মজার ঘটনা

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩১ আগস্ট, ২০২১ ১২:৫০

এভাবে দেখা গেল সবার চিকিৎসালয়ের আশপাশেই ভূতের উপদ্রব আছে। একজনকে শুধু পাওয়া গেল, যার কোনো ভূতসংক্রান্ত ঝামেলা নেই। গোপাল তাকে রাজবৈদ্য নিয়োগ দিলেন।

ভাঁড় অর্থ হলো যারা মজার মজার কথা বলে বা মজার ঘটনা ঘটিয়ে মানুষকে আনন্দ দেয়।

গোপাল ভাঁড় ছিলেন তেমনই একজন মানুষ।

১৭১০ সালের দিকে নদীয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন গোপাল ভাঁড়।

রসবোধের জন্যে তার খ্যাতি ছিল। তার উপস্থিত বুদ্ধিও ছিল অনেক।

বুদ্ধির জোরে তিনি অনেক সমস্যার সমাধান করতেন।

আজ থাকছে তেমনই একটি ঘটনা।

রাজবৈদ্য নিয়োগ

রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে রাজবৈদ্য নিয়োগ দেওয়া হবে। দূর-দূরান্ত থেকে চিকিৎসকরা এলেন যোগ দিতে। গোপালকে রাজা দায়িত্ব দিলেন চিকিৎসক নির্বাচনের। গোপাল খুশি মনে বসলেন তাদের মেধা পরীক্ষায়।

প্রথম চিকিৎসক এলেন গোপালের সামনে

— আপনার চিকিৎসালয়ের আশপাশে ভূতের উপদ্রব আছে?

—জি আছে। প্রচুর ভূত। ওদের অত্যাচারে ঠিকমতো চিকিৎসা পর্যন্ত করতে পারি না। দিন দিন ওদের সংখ্যা বাড়ছেই।

এবার দ্বিতীয় চিকিৎসকের পালা।

—আপনার চিকিৎসালয়ের আশপাশে ভূতের উপদ্রব কেমন?

—খুবই উপদ্রব। ওদের জ্বালায় আমি অস্থির। ঠিকমতো চিকিৎসা দিতে পারি না।

এভাবে দেখা গেল সবার চিকিৎসালয়ের আশপাশেই ভূতের উপদ্রব আছে। একজনকে শুধু পাওয়া গেল, যার কোনো ভূতসংক্রান্ত ঝামেলা নেই।

গোপাল তাকে রাজবৈদ্য নিয়োগ দিলেন। পরে দেখা গেল এই চিকিৎসকই সেরা। রাজাও খুশি।

একদিন রাজা ধরলেন গোপালকে। গোপাল বললেন, ‘আজ্ঞে মহারাজ, দেখুন, সবার চিকিৎসাকেন্দ্রের আশপাশে ভূতের উপদ্রব আছে এবং সেটা দিন দিন বাড়ছে। এর অর্থ হলো তাদের রোগী মরে আর ভূতের সংখ্যা বাড়ে। আমরা যাকে নিলাম, তার ওখানে কোনো ভূতের উপদ্রব নেই। অর্থাৎ তার রোগী একজনও মরে না ‘

এ বিভাগের আরো খবর