বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আজ বানাব কাগজের কুকুর

  •    
  • ২৮ আগস্ট, ২০২১ ১৬:৪৫

চতুর্ভুজ আকারের কাগজ, একটা রঙিন সাইন পেন ও একটা কালো সাইন পেন হলেই বানানো যাবে কুকুর।

আজ আমরা কাগজ দিয়ে কুকুর বানাব। ব্যাপারটা খুব সহজ। একটা চতুর্ভুজ আকারের কাগজ, একটা রঙিন সাইন পেন ও একটা কালো সাইন পেন হলেই চলবে। চলো, তাহলে শুরু করা যাক।

প্রথমে কাগজটা নাও। ওটাকে ছবিতে দেখানো অনুসারে মাঝ বরাবর ভাঁজ করো।

কাগজের ওপরের দিকটা রং করে ফেলো। ছবিতে দেখানো অনুসারে ভাঁজ করো।

কাগজের নিচের অংশটা কেটে মুখ বানাও। কালো সাইন পেন দিয়ে ছবিতে দেখানো অনুসারে চোখ-মুখ এঁকে নাও। ব্যস, হয়ে গেল আমাদের কাগজের কুকুর।

এ বিভাগের আরো খবর