বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুলের কথা মনে পড়ে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৮ আগস্ট, ২০২১ ০৯:৪৩

যখন স্কুল খোলা ছিল, তখন কত মজা হতো। টিচাররা গল্প করতেন। ছড়া পড়াতেন। ক্লাস শেষে স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে ছোটাছুটি হতো।

অনেক দিন হয়ে গেছে আমাদের ছোট্ট বন্ধু তাজরী স্কুলে যায় না।

যাবে কী করে?

করোনাভাইরাস আসার পর থেকেই স্কুল বন্ধ।

যখন স্কুল খোলা ছিল, তখন কত মজা হতো।

টিচাররা গল্প করতেন। ছড়া পড়াতেন।

ক্লাস শেষে স্কুলের মাঠে বন্ধুদের সঙ্গে ছোটাছুটি হতো।

সেই দিনগুলো মনে পড়ে তাজরীর।

তাইতো স্কুল খুলে দেবার আহ্বান জানিয়ে ছবিটা এঁকেছে আমাদের ছোট্ট বন্ধু ফাতিহা জান্নাতী তাজরী।

সে সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ে।

তোমরাও যদি তাজরীর মতো সুন্দর করে ছবি আঁকতে পার, তাহলে সেটা পাঠিয়ে দিও আমাদের ঠিকানায়।

তোমার আঁকা ছবি প্রকাশ করবে কিডজোন। ছবির সঙ্গে তোমার একটা ছবি, তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না।

আমাদের ই-মেইলের ঠিকানা nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর