বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফিজার গ্রাম

  •    
  • ১৬ আগস্ট, ২০২১ ১৫:১৪

গ্রামটি পাখিদেরও খুব পছন্দ। গ্রামের আকাশে ঝাঁকবেঁধে উড়ে বেড়ায় নাম না জানা পাখিরা।

আমাদের ছোট্ট বন্ধু মাইশা মেহজাবিন ফিজা এঁকেছে গ্রামের ছবি।

সবুজ আর পার্পেল রঙের গাছপালায় ঘেরা সেই গ্রাম।

পাশ দিয়ে বয়ে চলেছে খুব সুন্দর একটা নদী।

গ্রামটা পাখিদেরও খুব পছন্দ।

গ্রামের আকাশে ঝাঁকবেঁধে উড়ে বেড়ায় নাম না জানা পাখিরা।

তোমরা কি এই গ্রামে বেড়াতে যেতে চাও?

তাহলে যোগাযোগ করো ফিজার সঙ্গে।

কারণ এই গ্রামের ঠিকানা শুধু ফিজাই জানে।

ফিজা নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ক্লাস থ্রিতে পড়ে।

আম্মুর সঙ্গে আমাদের ছোট্ট বন্ধু ফিজা।

তোমরাও যদি ফিজার মতো সুন্দর করে ছবি আঁকতে পারো, তাহলে সেটা পাঠিয়ে দিও আমাদের ঠিকানায়।

তোমার আঁকা ছবি প্রকাশ করবে কিডজোন। ছবির সঙ্গে তোমার একটা ছবি, তোমার নাম, ক্লাস, স্কুলের নাম এবং আব্বু বা আম্মুর ফোন নম্বর দিতে কিন্তু ভুলবে না।

আমাদের ই-মেইলের ঠিকানা nbkidzone@gmail.com

এ বিভাগের আরো খবর